মঙ্গলবার শহরের নিরপত্তা বাহিনীর একটি ভবনে এই হামলা চালানো হয়। এখনও পর্যন্ত কেউ হামলার দায়ভার স্বীকার করেনি।
ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো বিবৃতিতে বলা হয়, অ্যাডেনে মঙ্গলবারের হামলায় অন্তত ৯জন সেনা নিহত হয়ছেন।
গত সপ্তাহে নিরাপত্তা বাহিনীর আরেকটি ভবনে আইএসের হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছিলেন।
২০১৪ সাল থেকেই গৃহযুদ্ধে জর্জরিত ইয়েমেন। দেশটির বিদ্রোহী হুথি গ্রুপের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। এখন পর্যন্ত এই অভিযানে ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুহারা হয়েছেন কয়েক লাখ।