সড়ক-মহাসড়কের কারণে ঈদযাত্রায় কোনো বিঘ্ন ঘটবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।
বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারে গিয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নেন ওবায়দুল কাদের। তিনি কথা বলেন যাত্রীদের সঙ্গে। যাত্রীদের নিয়ে বাসগুলো যেন নির্বিঘ্নে রাজধানী থেকে বের হয়ে যেতে পারে, সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
যাত্রীদের নিরাপত্তা রক্ষা এবং যেকোনো ধরনের হয়রানিমুক্ত রাখতে বাস টার্মিনালগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক অবস্থায় আছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, মহাসড়কগুলো যেসব স্থানে ক্ষতিগ্রস্ত ছিল, দিন-রাত কাজ করে সেসব স্থান মেরামত করা হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, ‘সড়ক-মহাসড়ক, আমাদের বন্যা দুর্গত এলাকায় কিছু প্রবলেম (সমস্যা) ছিল। সেটা কিন্তু দিন-রাত পরিশ্রম করে আমরা ঠিকঠাক করে ফেলেছি। এখন রাস্তা, সড়ক, মহাসড়ক, বাংলাদেশের সব জায়গা সচল আছে, যানবাহন চলাচলের উপযোগী আছে, ইউজেবল (ব্যবহারযোগ্য) আছে, পাসেবল (চলাচলযোগ্য) আছে।’
‘সড়কের জন্য কোথাও যানজট হবে না। এ ব্যাপারে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই। যদি এর মধ্যে বৃষ্টিও হয়, সড়ক সচল থাকবে। সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি।’