ঈদ উদযাপন নির্বিঘ্ন ও নিরাপদ করতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। শুধু রাজধানীতে নয়, এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সারাদেশে। আসন্ন ঈদুল ফিতরের নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে এসব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (২৪ জুন) সকালে রাজধানীর তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ঢাকার ৪০০টি ঈদের জামাতে উর্দি ও সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। ‘শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র' এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান উপস্থিত ছিলেন।