রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
উত্তরার দুটি ভবনে আগুন
প্রকাশ: ০৯:২০ am ০৩-০৭-২০১৭ হালনাগাদ: ০৯:২৪ am ০৩-০৭-২০১৭
 
 
 


সোমবার ভোর পাঁচটার দিকে রাজধানী ঢাকার উত্তরার ৫ নম্বর সেক্টরের পাশাপাশি থাকা দুটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় ফায়ার সার্ভিস ইউনিট অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উত্তরার রাজলক্ষী কমপ্লেক্সের বিপরীতের ওই দুটি ভবনের আগুন নিয়ন্ত্রণে সর্বশেষ ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে। জানা যায়, ভবন দুটির একটির ছয়তলায় এবং অন্যটির তিনতলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। যদিও এখন পর্যন্ত ফায়ার সার্ভিস বিভাগের পক্ষ থেকে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু বলা হয়নি।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “উত্তরার ৫ নম্বর সেক্টরে দুটি ভবনের অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েই ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে চলে যায় আগুন নিয়ন্ত্রণে। এখনও ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। একুশে রেস্তোরার ছয়তলায় এবং পার্শ্ববর্তী তিনতলা ভবনে আগুন লেগেছে।

এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT