রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
এই মুহূর্তে আমার সব ভাবনা সিনেমা নিয়ে-মডেল অভিনেত্রী পিয়া বিপাশা
প্রকাশ: ০৯:২৫ am ০৩-০৭-২০১৭ হালনাগাদ: ০৯:২৭ am ০৩-০৭-২০১৭
 
 
 


মডেল অভিনেত্রী পিয়া বিপাশা। ক্যারিয়ারের শুরু থেকেই ছোটপর্দায় কাজ করছেন অল্প অল্প করে। অনেক বেশি কাজের বৃত্তে নিজেকে ব্যস্ত রাখেননি তিনি। এটা তার একদম পছন্দ নয়। কাজের সংখ্যার চেয়ে ভালো কাজের গুরত্ব দিয়ে থাকেন এই মডেল অভিনেত্রী। এবার ঈদেও বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি। তবে ব্যস্ততার কারণে নিজের অভিনীত সব নাটক দেখার সুযোগ হয়নি তার। দুয়েকটি নাটক দেখলেও নিজের অভিনয় উন্নতিতে খুশি তিনি। পিয়া বিপাশা বলেন, ‘ঈদে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি। তাই আমার সব কাজ দেখার সুযোগ হয়নি। তারপরও ভালো লেগেছে। আমার অভিনয় আগের চেয়ে উন্নতি হয়েছে। আশা করি ভবিষ্যতে আরও ভালো অভিনয় করতে পারব।’ আগামী ঈদে ছোটপর্দায় নতুন কোনো নাটকে কাজ করবেন না পিয়া। কারণ একটাই বড় পর্দা। হ্যাঁ, চলচ্চিত্র নিয়ে বর্তমানে ব্যস্ততা অনেক বেশি তার। তাই কিছু দিনের জন্য ছোটপর্দা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন এই মডেল অভিনেত্রী। আগামী ১২ জুলাই থেকে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘ওলট পালট’-এর শুটিং শুরু করবেন তিনি। এখানে তার বিপরীতে কাজ করবেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক সোহম। এর বাইরেও যৌথ প্রযোজনার আরও কয়েকটি ছবিতে কাজ করবেন বলেনও জানান এই অভিনেত্রী। এ সম্পর্কে পিয়া বিপাশা বলেন, ‘ছবিতে কাজ করার জন্য আমি নিজেকে প্রস্তুত করেছি। গল্পটিও সুন্দর। আশা করি ভালো দর্শকদের মনের মতো একটি ছবি হবে ওলট পালট। এছাড়া আরও কিছু ছবিতে কাজ করব। ইতোমধ্যেই কথা চূড়ান্ত হয়েছে।  আমি নিজেকে নায়িকা নয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। ভালো অফট্র্যাকের ছবি পেলেও কাজ করার ইচ্ছা আছে। শুধু গ্ল্যামার নয় নন-গ্ল্যামার হিসেবেও অভিনয় করবে চাই।’ বাংলাদেশে এত প্রেম এত মায়া, জানেমান নামে দুটি ছবির কাজও করছেন পিয়া। সামনে কাজ করবেন উত্তম আকাশের পরিচালনায় নতুন একটি ছবিতে। আপাতত সিনেমার কাজ নিয়েই নিজেকে ব্যস্ত রাখতে চান। এ সম্পর্কে পিয়া বলেন, ‘মিউজিক ভিডিওতে আর কাজ করব না। বেশ কিছু কাজ করেছি। দর্শকদের সাড়াও পেয়েছি ভালো। এই মুহূর্তে আমার সব ভাবনা সিনেমা নিয়ে।’

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT