চলমান জেডিসি পরীক্ষায় দিনাজপুর থেকে অংশ নিয়েছেন তিন যমজ বোন। তাদের পরীক্ষার আসনও পড়েছে একই কক্ষে।এরা হলেন- দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা মহল্লার ক্ষুদ্র ব্যবসায়ী হবিবর রহমান ও ফাতেমা বেগমের কন্যা মোছা. হেনা আফরিন রিভা, মোছা. লেবেকা তাবাসুম লিজা ও মোছা. ফাইমা আকতার সাথী। তিন বোন একসঙ্গে পরীক্ষা দেওয়ায় কেন্দ্রে সহপাঠী ও শিক্ষকদের মাঝেও কৌতুহল দেখা দিয়েছে। অনেকেই তাদের সঙ্গে এসে পরিচিত হচ্ছেন। তাদের গল্প শুনতে চাইছেন। তার তিন কন্যার জন্ম একইসঙ্গে। তারা একই ক্লাসে লেখাপড়া করে। তারা শহরের বালুবাড়ী বালিকা আলিয়া মাদ্রাসা থেকে জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে। দিনাজপুর সদর উপজেলার দিনাজপুর নুর জাহান কামিল মাদ্রাসা কেন্দ্রে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসব তথ্য জানান তাদের মা ফাতেমা বেগম। তিনি আরও জানান, আমার তিন মেয়েই লেখাপড়ায় বেশ মনযোগী। তিনজনই জেডিসি পরীক্ষায় ভাল ফলাফল করবে বলে বিশ্বাস। দিনাজপুর নুর জাহান কামিল সাদ্রাসা কেন্দ্রে প্রবেশের সময় দেখা হয়ে গেল ওই শিক্ষার্থীদের সঙ্গে। একই পোশাক। তিনজনেরই পরনে একই রকম বোরখা। শুধু হিজাবের রঙগুলো ভিন্ন। তারা জানায়, তাদের বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। এবতেদায়ী পিএসসি পরীক্ষায় তারা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। এবারও তারা একইসঙ্গে জেডিসি পরীক্ষায় ভাল ফল করবেন বলে আশা করছেন।