সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ১১ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে মার্কিন রণতরীর সংঘর্ষে কমপক্ষে ১০ জন নাবিক নিখোঁজ
প্রকাশ: ১০:৪৩ am ২১-০৮-২০১৭ হালনাগাদ: ১০:৪৫ am ২১-০৮-২০১৭
 
 
 


যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, সিঙ্গাপুরের উপকূলে একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে মার্কিন রণতরীর সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছে এবং কমপক্ষে ১০ জন নাবিক নিখোঁজ রয়েছে। রণতরী 'ইউএসএস জন ম্যাককেইন' সিঙ্গাপুরের পূর্ব দিকের বন্দরে ঢোকার প্রস্তুতি নিচ্ছিল এবং এ সময় লাইবেরিয়ার পতাকাবাহী তেলের ট্যাংকার আলনিক এমসির সঙ্গে সংঘর্ষ হয় বলে জানা গেছে। নিখোঁজদের উদ্ধারের জন্য সমুদ্রের বিশাল এলাকাজুড়ে অভিযান চালানো হচ্ছে। স্থানীয় সময় সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৬ টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, মার্কিন রণতরীর একপাশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, গত দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ডেস্ট্রয়ারের সঙ্গে কোনো তেলবাহী ট্যাংকারের এটি দ্বিতীয় সংঘর্ষের ঘটনা। এর আগে, গত জুন মাসে ফিলিপাইনের তেলবাহী এক ট্যাংকারকে ধাক্কা দেয় 'ইউএসএস ফিটজেরাল্ড'। ওই সংঘর্ষের ঘটনায় ৭ মার্কিন নাবিক নিহত হয়।

সূত্র: বিবিসি

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT