জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২২ হাজার ৮৭৬ কোটি ৩১ লাখ টাকার মোট ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পরিকল্পনা সচিব তারিক-উল-ইসলাম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা এবং সাধারণ অর্থনৈতিক বিভাগের সিনিয়র সদস্য ড. শামসুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের জানান, এর মধ্যে জিওবি খাত থেকে ৮ হাজার ৬৬৮ কোটি ১৮ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫৮৫ কোটি ২ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য থেকে ১৩ হাজার ৬২৩ কোটি ১১ লাখ টাকা ব্যয় করা হবে।