জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নয়টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়।
প্রকল্পগুলোতে মোট ব্যয় হবে একলাখ ২৩ হাজার ৩৪ কোটি টাকা।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের একথা জানান।
বৈঠক শেষে তিনি বলেন, “মোট ব্যয়ের এক লাখ চার হাজার ১৮৬ কোটি টাকা সরকার তার নিজস্ব তহবিল থেকে সরবরাহ করবে। বাকি ১৮ হাজার ৮৪৭ কোটি টাকা প্রকল্প সাহায্য পাওয়া যাবে।”