এক যুগে পা দিল জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বৈশাখী টিভি। সোমবার (২৬ ডিসেম্বর) রাত ১২টা ১ মিনিটে কেক কেটে এ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের শুভসূচনা করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী,জাতীয় পার্টির মহা সচিব রহুল আমীন হাওলাদার, রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ১১ টায় দ্বিতীয় দফায় জন্মদিনের কেক কাটেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমীন চৌধুরী। এসময়ে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বি এন পি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মন্ত্রী পরিষদ সদস্য, রাজনীতিবিদ,সাংবাদিক, শিল্প ও সাংস্কৃৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা।
এ উপলক্ষে বৈশাখী টেলিভিশনের পর্দায় দিনব্যাপী সরাসরি সমপ্রচারিত হচ্ছে নানা অনুষ্ঠান।
প্রসঙ্গত , ২০০৫ সালে যাত্রা শুরু করে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন বৈশাখী টিভি।