কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থ বিজ্ঞান বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা এবং মিষ্টি বিতরণের মধ্য দিয়ে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। মঙ্গলবার সকালে বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আনন্দ শোভাযাত্রা করে। শোভাযাত্রাটি বিজ্ঞান অনুষদের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । পরে বিভাগের সেমিনার রুমে আলোচনা অনুষ্ঠান শেষে কেক কেটে এবং মিষ্টি বিতরণ করে দিবসটি উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ও বিভাগটির সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু তাহের, বিভাগের সভাপতি ড. সজল চন্দ্র মজুমদার, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস মিয়া, প্রভাষক মোঃ আশিকুর রহমান, সংগীতা দাশ, আশিষ চন্দ্র দাসসহ বিভাগের শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মুহাম্মাদ শফিউল্লাহ, সাধারণ সম্পাদক মো: মতিউর রহমানসহ অন্যান্য সদস্যরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ এবং পরিসংখ্যান বিভাগও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। উল্লেখ্য, ২০১০-১১ শিক্ষাবর্ষের ১৬ জানুয়ারী এই তিনটি বিভাগ তাদের কার্যক্রম শুরু করে।