রিক্সাচালক বাবা সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রিক্সা চালিয়ে যে টাকা উপার্জন করে তাই দিয়ে চলে ছেলের পড়ালেখার খরচ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ছেলে। ছেলের উজ্জ্বল ভবিষ্যত নিয়ে স্বপ্নে বিভোর বাবা তাই দিনশেষে তার সবটুকু উপার্জন ছেলের হাতে গুজে দেন। নিজের জন্য কিছুই অবশিষ্ট থাকে না; পাছে ছেলের চলতে কষ্ট হয়। এমনই এক হৃদয়স্পর্শী গল্প নিয়ে তৈরি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইনভেস্টমেন্ট’। ৫ মিনিট ৪৭ সেকেন্ডের এই চলচ্চিত্রটি সম্প্রতি দেশের গন্ডি পেরিয়ে স্থান করে নিয়েছে বিদেশী চলচ্চিত্র উৎসবে। মিশরের কায়রোতে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এএম ইজিপট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ২০১৭’। এই উৎসবেই কায়রোর ‘ইজেপটিয়ান ক্যাথলিক সেন্টার অব দ্যা সিনেমা’ থিয়েটারে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাচিত সিনেমাগুলির মধ্যে প্রদর্শিত হবে বাংলাদেশ থেকে নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইনভেস্টমেন্ট’। চলচ্চিত্রটির নির্মাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সম্মান শেষ বর্ষের শিক্ষার্থী তরুণ নির্মাতা শারীফ অনির্বাণ। তিনি জানান, আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে সবচে গুরুত্বপূর্ণ যেটি সেটি হলেন বাবা। পৃথিবীর সকল সন্তানের কাছে তার বাবাই হলেন রিয়েল হিরো। বাবা মাথার ঘাম পায়ে ফেলে সকল অসাধ্যকে সাধন করে সন্তানের মঙ্গলের জন্য নিজেকে উৎসর্গ করেন। সন্তানকে ঘিরে তার লালিত স্বপ্নের বাস্তবায়নের লক্ষ্যেই তার এই আত্মত্যাগ। তেমন ই এক বাবার গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে এই স্বল্পদৈর্ঘ্য ছবিটি। এর আগে ইনভেস্টমেন্ট ‘সিলেট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব- ২০১৭’ তে বিশ্বের ৬৬টি দেশ হতে আগত ২ হাজার ৫৫টি ফিল্ম থেকে নির্বাচিত ৭০টি চলচ্চিত্রের মধ্যে স্বল্পদৈর্ঘ্য ক্যাটাগরিতে জায়গা করে নেয়। ওই উৎসবে দেশের হাজারও মানুষের মন জয় করে ‘রিক্সাচালক বাবার গল্প’ দেশের বর্ডার পেরিয়ে এবার মিশরের চলচ্চিত্র উৎসবে।