এ. রউফ চৌধুরী গত ৩ জুলাই সোমবার অনুষ্ঠিত ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ব্যাংক এশিয়ার প্রধান উদ্যোক্তা। এ. রউফ চৌধুরী দেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি। তিনি র্যাংগস গ্রুপ ও সি রিসোর্সেস গ্রুপের চেয়ারম্যান। একই সঙ্গে তিনি দেশের সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের অন্যতম পরিচালক। তিনি চার বছর বাংলাদেশ বাস্কেট বল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। ২০ বছরেরও বেশি সময় ধরে তিনি ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবের নির্বাহী সদস্য। এ ছাড়া তিনি সক্রিয়ভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। বিজ্ঞপ্তি।