বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ওবামার টুইট ইতিহাসের সর্বাধিক লাইক পেয়েছে
প্রকাশ: ০৪:০৪ pm ১৬-০৮-২০১৭ হালনাগাদ: ০৪:০৫ pm ১৬-০৮-২০১৭
 
 
 


সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার টুইট ইতিহাসের সর্বাধিক লাইক পেয়েছে। ৩০ লক্ষের বেশ মানুষ ওবামার টুইট বার্তা লাইক করেছেন। বার্তাসংস্থা বিবিসি জানিয়েছে, বারাক ওবামার করা সেই টুইটের সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে একটি জানালা দিয়ে কয়েকজন শিশুকে দেখছেন ওবামা। শিশুগুলোর গায়ের রং আলাদা। ছবির ক্যাপশনে লেখা নেলসন ম্যান্ডেলার উক্তি, "কোন শিশুই অন্য কারো বর্ণ, ধর্ম কিংবা অতীতকে ঘিরে ঘৃণা নিয়ে জন্মায় না।" সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার শার্লোটসভিলে জাতিগত সংঘর্ষ হয়েছে। এরপরেই গত রোববার (১৩ আগস্ট) সাবেক মার্কিন প্রেসিডেন্ট এই টুইট পোস্ট করেন। বিভিন্ন মহলের দাবি, মাইক্রোব্লগিং সাইট টুইটারের ইতিহাসে এত লাইক এর আগে আর কোন টুইটই পায়নি। বিবিসির তথ্য অনুযায়ী, এর আগে সর্বোচ্চ লাইক পাওয়া টুইটটি পোস্ট করেছিলেন আরিয়ানা গ্রান্দে। তাঁর টুইটের বিষয় ছিল ম্যানস্টারের জঙ্গি হামলা। বারাক ওবামা মোট তিনটি টুইট করেছেন। প্রথম টুইটে মূলত নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী 'লং ওয়াক টু ফ্রিডম' এর একটি অনুচ্ছেদের থেকে নেয়া উক্তি আছে। দ্বিতীয় টুইটে তিনি লেখেন, "মানুষকে অবশ্য ঘৃণা করতে শিখতে হয়। তাদেরকে ভালবাসতেও শেখানো যায়।" তৃতীয়টি বলা হয়, "মনুষ্য হৃদয়ে ঘৃণার চাইতে ভালবাসাটাই বেশী প্রাকৃতিকভাবে আসে।" উল্লেখ্য, টুইটারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অনুসারী ৯ কোটি ৩৩ লক্ষ। এদিকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অনুসরণকারী ৩ কোটি ৬০ লক্ষ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT