শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
২০১৭-এ ১২৫১ জন ধর্ষনের ঘটনায় আমি নির্বাক : খালেদা জিয়া
প্রকাশ: ০২:৫১ pm ০৮-০১-২০১৮ হালনাগাদ: ০২:৫৬ pm ০৮-০১-২০১৮
 
 
 


২০১৭ সালে দেশজুড়ে ধর্ষণের ওপর একটি নারী অধিকার সংগঠনের পরিসংখ্যান তুলে ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আইন-শৃঙ্খলার এমন ভয়াবহ বিপর্যয় ও নারী সম্ভ্রম লুণ্ঠনের ঘটনায় আমি নির্বাক।

সোমবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে নিজের ফেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এক বার্তায় খালেদা জিয়া এ কথা বলেন।

ওই বার্তায় তিনি ‘বাংলাদেশ মহিলা পরিষদ’র পরিসংখ্যানের বরাত দিয়ে বলেন, ‘মহিলা পরিষদ বলছে, ২০১৭-এ ১২৫১ জন মা-বোন-শিশু ধর্ষিত হয়েছে, গ্যাং রেপড হয়েছে ২২৪ জন, ধর্ষণের পর হত্যার শিকার ৫৮ জন! আইন-শৃঙ্খলার এমন ভয়াবহ বিপর্যয় ও নারী সম্ভ্রম লুণ্ঠনের ঘটনায় আমি নির্বাক।’

বিএনপি প্রধান সরকারের বিরুদ্ধে নাগরিকের অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে বলেন, ‘জনগণের রক্তের টাকায় অনির্বাচিত মাথাভারী সরকার বাস্তবে অনবরত তাদের অধিকারকে পদদলিত করছে।’

খালেদা জিয়া বাংলা ভাষার পাশাপাশি ইংরেজিতে এ বিষয়ে টুইট করেন তার অ্যাকাউন্টে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT