সংগীতশিল্পী বুশরা শাহরিয়ারের নতুন গান ‘তোমার আমার গল্প’। গানটিতে কণ্ঠ মিলিয়েছেন বলিউডের প্রখ্যাত গায়ক শান। শুধু তাই নয়, এই গানটিতে প্রথমবারের মতো মডেল হিসেবে দেখা যাবে টালিউডের জনপ্রিয় নায়ক ওমকে। এর আগে ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা মডেল হয়েছিলেন বুশরা শাহরিয়ারের একটি গানে। ওমের বিপরীতে মডেল হিসেবে কাজ করেছেন বুশরা নিজেই।
‘তোমার আমার গল্প’ শিরোনামের গানটির কথা ও সুর বুশরার। সংগীত পরিচালনা করেছেন কলকাতার স্বনামধন্য সংগীত পরিচালক সেভি।
এই মিউজিক ভিডিওতে একটি অ্যারেঞ্জ ম্যারেজের গল্পকে তুলে ধরা হয়েছে। সদ্য বিবাহিত এক দম্পতির মিষ্টি প্রেমের গল্প। গানটির শুটিং সম্পন্ন হয়েছে কলকাতার মন্দারমনি সমুদ্রসৈকত ও এর আশপাশের জায়গায়।’
‘তোমার আমার গল্প’ মিউজিক ভিডিওটির দিকনির্দেশনা দিয়েছেন ঋক বসু। সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন প্রসেনজিৎ। কোরিওগ্রাফি করেছেন মৃন্ময়ী চ্যাটার্জি। গানটি নভেম্বরের শেষ সপ্তাহে ইউটিউবসহ বাংলাদেশ ও কলকাতার বেশ কয়েকটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে প্রচারের কথা রয়েছে।