রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
সানি লিওনের নতুন গান মুক্তি পেয়েছে (ভিডিওসহ)
প্রকাশ: ১০:০৬ am ১৮-১১-২০১৭ হালনাগাদ: ১০:১০ am ১৮-১১-২০১৭
 
 
 


সানি লিওন ও আরবাজ খান অভিনীত আসন্ন সিনেমা ‘তেরা ইন্তেজার’র মেহফুজ নামের গানটি মুক্তি পেয়েছে। সানির আগের গানগুলির মতোই রোমান্টিক গানটিতে এই প্রথমবারের মতো একসঙ্গে কাজ করা সানি ও আরবাজের কেমিস্ট্রি দারুন ফুটে উঠেছে।  এই গানটি গেয়েছেন ইয়াসর দেশাই। গানটির সুর দিয়েছেন রাজু আশু এবং গীতিকার সাব্বির আহমেদ। রাজীব ওয়ালিয়া পরিচালিত ছবিটি মুক্তি পাবে চলতি মাসের ২৪ তারিখ। সিনেমার ট্রেলারও ইতিমধ্যেই রিলিজ হয়েছে। আমন ও বিজল মেহতা প্রযোজিত ছবিটিতে মিউজিক দিয়েছেন রাজ আশু। সানি ও আরবাজ ছাড়াও এতে আরও অভিনয় করছেন সুধা চন্দন, সলিল আনকোলা, গওহর খান, হানিফ নয়দা, ভানি সিং, আরয়া বাবর। ছবির শুটিং হয়েছে গুজরাটের বিভিন্ন লোকেশনে। 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT