রাজধানীর কমলাপুর থেকে সুইজারল্যান্ড থেকে হোটেল ম্যানেজমেন্টে ডিগ্রি প্রাপ্ত এক ব্যক্তিকে জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় উগ্রবাদী বই ও লিফলেট। এ ব্যাপারে সন্ত্রাস দমন আইনে রুপগঞ্জ থানায় মামলা রয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করে র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক শেখ বিল্লাল হোসেন জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম তৌফিক হোসেন সুমন (৩৪)। সে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একজন সক্রিয় সদস্য। তার গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঁইয়ায়।