শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
কমলাপুর রেল স্টেশনে দ্বিতীয় দিনের মতো ঈদের অগ্রিম টিকিট বিক্রি চলছে
প্রকাশ: ০১:২৩ pm ১৯-০৮-২০১৭ হালনাগাদ: ০১:৪০ pm ১৯-০৮-২০১৭
 
 
 


কমলাপুর রেল স্টেশনে দ্বিতীয় দিনের মতো ঈদের অগ্রিম টিকিট বিক্রি চলছে। অগ্রিম টিকিটের জন্য শনিবার (১৯ আগস্ট) সকাল থেকে এ স্টেশনে ঘরমুখী মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। শনিবার দেয়া হচ্ছে ২৮ আগস্টের টিকেট। ২৩টি কাউন্টার থেকে এ টিকেট দেওয়া হচ্ছে। এর মধ্যে দুটি কাউন্টার সংরক্ষিত রাখা হয়েছে নারী ও প্রতিবন্ধীদের জন্য। টিকেট কালোবাজারি প্র্রতিরোধে রেল স্টেশনে সাদা পোশাকে পুলিশ টহল দিচ্ছে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক। কিছু বিশৃঙ্খলা থাকলেও কালোবাজারিমুক্ত টিকেট পেয়ে খুশি ঘরমুখো মানুষ। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় সন্তোষ প্রকাশ করছেন তারা। ২২ তারিখ পর্যন্ত চলবে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় ২৫ হাজার অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। প্রতি ব্যক্তিকে একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকেট দেয়া হচ্ছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT