দেশের ১৭টি কমিউনিটি রেডিওর মধ্য থেকে সাতক্ষীরার রেডিও নলতা, মুন্সিগঞ্জের রেডিও বিক্রমপুর এবং মৌলভীবাজারের রেডিও পল্লীকণ্ঠকে ‘বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাওয়ার্ড’ দেয়া হয়।
দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে বাল্য বিয়ে রোধ ও কৃষি ,স্বাস্থ্য বিষয়ে সচেতন করে এবং দুর্যোগের পূর্বাভাস ও করণীয় সম্পর্কে বেতার বার্তা দিয়ে দেশের তিনটি কমিউনিটি রেডিও জার্মানিভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা ডয়চে ভেলে অ্যাকাডেমির ‘বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাওয়ার্ড’ পেয়েছে।
রোববার চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে কন্টেন্ট আদান-প্রদান, জাতীয় গণমাধ্যমে কমিউনিটি রেডিও ও বেস্ট প্রোগ্রাম, তিনটি ক্যাটাগরিতে এই কমিউনিটি রেডিও তিনটিকে পুরস্কৃত করা হয়। জুরিদের বিবেচনায় বিশেষ অ্যাওয়ার্ড পায় রেডিও নাফ ও রেডিও চিলমারি।
দেশের প্রত্যন্ত জনপদের কথা প্রচার করা কমিউনিটি রেডিওর তরুণ কর্মীদের পেশাদার হিসেবে গড়ে তুলতে এবং তৃণমূলের বার্তা দেশের মূলধারার গণমাধ্যমে আরও বেশি তুলে ধরতেই এই অ্যাওয়ার্ড বলে জানান সংশ্লিষ্টরা।
ডয়চে ভেলের এশিয়া প্রধান মিশায়েল হাউজেন বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যমের সার্বিক উন্নয়নের জন্য কমিউনিটি রেডিও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ডয়চে ভেলে নিজে সমৃদ্ধ হতে এবং এই দেশের কমিউনিটি রেডিও পরিসরকে সমৃদ্ধ করতে এই গণমাধ্যম ধারার সঙ্গে সম্পৃক্ত হয়েছে। কমিউনিটি রেডিও তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণক্ষেত্র হিসেবে পেশাদার সাংবাদিক তৈরি করতে পারে।’
অনুষ্ঠানে চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক মো. মাসুদ বলেন, ‘কমিউনিটি রেডিও অ্যাওয়ার্ডের সঙ্গে যুক্ত হতে পারা চ্যানেল আইয়ের জন্যও গৌরবের। এই অ্যাওয়ার্ড মূলধারার মিডিয়ার সঙ্গে কমিউনিটি রেডিওর সেতুবন্ধনকে উৎসাহিত করবে বলে মনে করি।’
ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর বিয়েট্রিস কালদুন বলেন, ‘কমিউনিটি রেডিও দিয়ে দেশের নানা প্রান্তের মানুষের কথা উঠে আসে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, স্বল্প বাজেটে এসব কমিউনিটি রেডিও চালানো হয়। এই কষ্টসাধ্য কাজটিই করছেন তরুণরা। ইউনেস্কো তথ্য প্রবাহে বিশ্বাস করে, কমিউনিটি রেডিও আঞ্চলিক তথ্য প্রবাহের নির্ভরযোগ্য মাধ্যম।’কমিউনিটি রেডিওকে তৃণমূলের কণ্ঠস্বর বলে মনে করেন বাংলাদেশে ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর বিয়েট্রিস কালদুন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল বলেন, ‘দুর্যোগের মতো জরুরি মুহূর্তে কমিউনিটি রেডিওর অবদানের কথা জানা আছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে বাংলাদেশ বেতার পৌঁছাতে পারছে না সেখানে বেতারে জনগণের ভরসা কমিউনিটি রেডিও। বাস্তবতা হচ্ছে বাংলাদেশ রেডিও তাদের সরাসরি পৃষ্ঠপোষকতা করতে পারছে না। এরপরও তারা প্রতিনিয়ত জনসচেতনতামূলক অনুষ্ঠান সম্প্রচার করছে,দুর্যোগে সারারাত সম্প্রচারের মাধ্যমে জনগণের পাশে থাকছে, জানমালের ক্ষয়ক্ষতি কমাতে ভূমিকা রাখছে।’
অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে চ্যানেল আই-রেডিও ভূমি এবং বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশনের (বিসিআরএ) উদ্যোগে এই অ্যাওয়ার্ড দেয়া হবে। দেশের সব কমিউনিটি রেডিওর বার্তা দেশব্যাপী প্রচার করতে এই অনুষ্ঠানে ডয়চে ভেলের সঙ্গে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে রেডিও ভূমি।
দেশের কমিউনিটি রেডিওর প্রতিনিধিরা ছাড়াও এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাওয়ার্ডের জুরি বোর্ডের সদস্য চ্যানেল টোয়েন্টি ফোরের যুগ্ম বার্তা সম্পাদক আমীন আল রশীদ, ডয়চে ভেলে’র কনসালটেন্ট লুৎফা আহমেদ, রেডিও ভূমি’র স্টেশন চীফ শামস সুমন প্রমুখ।