শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
চ্যানেল আইয়ে ঈদে বিশেষ নাটক ‘স্বার্থ সকল সুখের মূল’
প্রকাশ: ০২:৪৪ pm ১৭-০৬-২০১৭ হালনাগাদ: ০২:৪৭ pm ১৭-০৬-২০১৭
 
 
 


আসছে ঈদে চ্যানেল আইয়ে প্রচারিত হবে বিশেষ নাটক ‘স্বার্থ সকল সুখের মূল’। নাটকটি পরিচালনা করেছেন অভিনেতা-নির্মাতা মীর সাব্বির। 

‘স্বার্থ সকল সুখের মূল’ নাটকে অভিনয় করেছেন তানভীন সুইটি, শাহরিয়ার নাজিম জয়, দিপা খন্দকার, নাদিয়া, ফারজানা চুমকী, জিতু আহসান, রোজি সিদ্দিকী, তানজিকা, শাহেদ, তমালিকা কর্মকার, ফারুক আহমেদ ও মীর সাব্বির প্রমুখ।

হাস্যরসাত্মক পারিবারিক গল্পে সাজানো হয়েছে নাটকটি। ঈদের ৪র্থ দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখানো হবে ‘স্বার্থ সকল সুখের মূল’।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT