শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
কর্তন ছাড়াই ‘হালদা’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে
প্রকাশ: ১১:৪১ am ০৮-১১-২০১৭ হালনাগাদ: ১২:১৭ pm ০৮-১১-২০১৭
 
 
 


তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ মুক্তি আগেই রয়েছে আলোচনায়। সম্প্রতি প্রকাশিত গান ও ট্রেলার প্রশংসাও কুড়িয়েছে। ১ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে।  এদিকে সোমবার কর্তন ছাড়াই ‘হালদা’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে বলে নির্মাতা সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এতে করে ‘হালদা’ মুক্তিতে আর কোনো বাধা রইল না। তিনি বলেন, সোমবার সেন্সর বোর্ড ‘হালদা’ দেখে আনকাট ছাড়পত্র প্রদান করেছে। পাশাপাশি তারা ছবির ভূয়সী প্রশংসা করেছে। এখন ‘হালদা’ মুক্তি দেওয়া নিয়ে চিন্তামুক্ত হলাম।  

‘হালদা’ তৌকীরের পঞ্চম ছবি। দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীকে ঘিরে ছবিটি নির্মিত হয়েছে। মা মাছ এপ্রিল থেকে জুন পর্যন্ত অমাবস্যা বা পূর্ণিমার তিথিতে এ নদীতে ডিম ছাড়ে। এই নদী ও নদীর গতি-প্রকৃতি, ক্ষয় ও তীরবর্তী মানুষের জীবনের প্রবাহ ও জটিলতা তুলে ধরা হয়েছে গল্পে। সিনেমাটির গল্প লিখেছেন আজাদ বুলবুল। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন তৌকীর আহমেদ।  ছবির প্রধান দুই চরিত্রে আছেন মোশাররফ করিম ও নুসরাত ইমরোজ তিশা।  এছাড়াও আরও অভিনয় করেছেন জাহিদ হাসান, ফজলুর রহমান বাবু, শাহেদ আলী, দিলারা জামান, রুনা খান প্রমুখ।  

‘হালদা’র পরিবেশক দি অভি কথাচিত্র।  আগামী ১ ডিসেম্বর প্রথম সপ্তাহে দেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে পারে। এছাড়াও পরবর্তীতে ১৬টি দেশে মুক্তি পাবে।

 

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT