শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এর বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
প্রকাশ: ০৯:৫৯ am ১২-১০-২০১৭ হালনাগাদ: ১০:০৯ am ১২-১০-২০১৭
 
 
 


ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এ এম এম শামসুর রহমানের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগের সংবাদে মন্তব্য দেয়ায় কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে শিক্ষক রুহুল আমীনকে। নোটিশে জবাব দেয়ার জন্য পাঁচ দিনের সময় বেধে দেয়া হয়েছে।

নোটিশ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রজিষ্ট্রার ড. হুমায়ুন কবীর। এ ব্যাপারে নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমি সাংবাদিকদের সাথে কথা বলেছি। একজন শিক্ষক হয়ে অন্যায় কাজে সহযোগিতা করতে পারি না, তাই সত্য উন্মোচন করেছি।’

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এ এম এম শামসুর রহমানের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ সংক্রান্ত প্রতিবেদন আজ টিভিতে প্রচারিত হয়। এই প্রতিবেদনে উপাচার্যের দুর্নীতি নিয়ে নিজের বক্তব্য দেন শিক্ষক রুহুল আমীন। তাতে বলা হয়, নিয়োগ দেয়ার আশ্বাস দিয়ে বিভিন্নজনের কাছ থেকে ঘুষ নিচ্ছেন ভারপ্রাপ্ত উপাচার্য। আবার কোনো বেতন ছাড়াই মাষ্টাররোলে কাজ করাচ্ছেন বেশ কয়েকজনকে। ভারপ্রাপ্ত দায়িত্বে থেকে প্রশাসনের বিভিন্ন পদে নিয়মিতই করছেন রদবদল।

ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, চাকরি দিতে না পারলে ঘুষের টাকা ফেরত দিয়ে দিবেন তিনি।

নিজেকে রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার চেষ্টায় আছেন তিনি।  সংশ্লিষ্টরা বলছেন, অনিয়ম দুর্নীতিতে কোনো রাখঠাক না করেও বহাল তবিয়তে থাকায় এখন তিনি বিশ্ববিদ্যালয়ের সবার কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছেন।

গত দশ আগষ্ট মেয়াদ শেষ হওয়ায় অধ্যাপক ড. মোহিত উল আলম ভিসির দায়িত্ব থেকে অব্যাহতি নেন। এর পর ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব নেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ এম এম শামসুর রহমান। শিক্ষকদের অভিযোগ ট্রেজারার শামসুর রহমান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত  ভিসি হয়ে বেআইনিভাবে প্রশাসনে ব্যাপক রদবলদ করেছেন। ঘুষ নিয়ে চাকরি দেয়ার কাজে শিক্ষকদের জড়ানোর চেষ্টাও করছেন তিনি।

নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রুহুল আমীন জানান মাষ্টাররোলে টাকার বিনিময়ে চাকরি দেয়ার বিষয়ে তার সহযোগীতা চান শামসুর রহমান। তিনি তার প্রস্তাব ফিরিয়ে দেন।

কথোপকথন রেকর্ডের সত্যতা স্বীকার করেন তিনি। বলেন, যদি কেউ দাবি করে তাহলে টাকা দিয়ে দেয়া হবে। চাকরি যখন দিতে পারলাম না, নে টাকা ফেরত নিয়ে যা কৃষিকাজ বা একটা কিছু করে খা।

মাষ্টাররোলে চাকরির আশ্বাস দিয়ে কয়েকজন বিনা বেতনে বিশ্ববিদ্যালয়ে কাজ করাচ্ছেন এমন অভিযোগও স্বীকার করেন তিনি। বলেন, এটা কোনো বিষয় না, সব বিশ্ববিদ্যালয়েই নিয়োগ বাণিজ্য হয়। বলছি চাকরি হইলে বেতন পাবি, না হইলি পাবি না। এখন কাজ করতে থাক আমি পূর্ণাঙ্গ  ভিসি হলে নিয়োগ দিয়ে দিবো।

ভারপ্রাপ্ত এই উপাচার্যের দাবি রাষ্ট্রপতি তার মামা হন। মামার ইচ্ছায় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অচিরেই নিয়োগ পাচ্ছেন তিনি।

রাখঢাক ছাড়াই কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে অনিয়ম দুর্নীতির পরও কোনো প্রতিকার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT