রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞা
প্রকাশ: ১০:২৪ am ০৩-১০-২০১৭ হালনাগাদ: ১০:২৭ am ০৩-১০-২০১৭
 
 
 


ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেয়া হয়েছে আপিল বিভাগের সিনিয়র বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞাকে। সংবিধানের ৯৭ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে ভারপ্রাপ্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

মঙ্গলবার রাতে আইন মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপণে এ তথ্য জানানো হয়। প্রধান বিচারপতি এসকে সিনহা শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে এক মাসের ছুটি নিয়েছেন। বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞার জন্ম ১৯৫১ সালের ১১ নভেম্বর। তিনি ১৯৭৪ সালে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হন ১৯৯৯ সালে। ২০১১ সালে তিনি আপিল বিভাগের বিচারপতি হন। সবশেষ গত ১০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি দেশের বাইরে থাকায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞা।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT