মধ্যপ্রাচ্যের দেশ কাতারের বিরুদ্ধে 'সন্ত্রাসবাদের মদদদাতা'র অভিযোগ তুলে দেশটিকে বিচ্ছিন্ন করে রাখা অন্য চার দেশ এবার সংকট সমাধানে তাদের বেশকিছু শর্তের একটি তালিকা দোহায় পাঠিয়েছে। খবর রয়টার্সের। রয়টার্সের খবরে বলা হয়েছে, আরব দেশগুলোর মধ্যে চলমান সংকট সমাধানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের প্রস্তাব দেয় কুয়েত। আর কুয়েতের মাধ্যমেই ওই তালিকা কাতারে পাঠানো হয়েছে। ওই তালিকায় ১৩টি দাবি জানানো হয়েছে। যার মধ্যে আল জাজিরা টেলিভিশন বন্ধ করে দেওয়া এবং ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাসের কথাও আছে। আরও বলা হয়েছে, কাতারে তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধ করে দেওয়া এবং দেশটিতে অবস্থান করা ওই চার দেশের তালিকাভূক্ত সন্ত্রাসীদের হস্তান্তরের দাবিও জানানো হয়েছে। দাবি মেনে নেওয়ার জন্য কাতারকে ১০দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।