উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন চার দিনের সফরে চীনে গেছেন বলে নিশ্চিত করেছে বেইজিং ও পিয়ংইয়ং। বুধবার এক বিজ্ঞপ্তিতে দুই দেশের পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ এর জন্য কিম জং এই সফরে গেছেন বলেও জানানো হয়। ২০১১ সালের পর কিম জং এর এটিই প্রথম কোনো বিদেশ সফর বলে জানিয়েছে বিবিসি। এর আগে, সোমবার আন্তর্জাতিক গণমাধ্যমে কিম জং উনের চীন সফর নিয়ে নানা খবর প্রকাশিত হয়।