রাজধানীর ফার্মগেটে কুতুববাগ দরবার শরিফের অনুমতিহীন ওরসের তোরণ ভেঙে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। রোববার (১৭ ডিসেম্বর) সকালে ডিএনসিসি ৫-এর নির্বাহী কর্মকর্তা অজিয়র রহমানের নেতৃত্বে এ তোরণ ভেঙে দেয়া হয়। এ ছাড়া ফার্মগেটের আনোয়ারা পার্কে রাখা ওরসের মঞ্চ প্রস্তুতির বাঁশ ও অন্যান্য সরঞ্জামও জব্দ করা হয়েছে। ডিএনসিসি ৫-এর নির্বাহী কর্মকর্তা অজিয়র রহমান জানান, গত বছর আর কখনও ওরসের আয়োজন করবে না বলে কুতুববাগ দরবার শরিফ লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল, যা তারা ভঙ্গ করেছে। তাই এ অভিযান। নব্বইয়ের দশক থেকে ঢাকার ফার্মগেট এলাকার ইন্দিরা রোড ও আনোয়ারা পার্কে কুতুববাগ দরবার শরিফ ওরসের আয়োজন শুরু করে। এতে জনগণের দুর্ভোগ বাড়ে। পরে গত বছর সিটি কর্পোরেশন ফার্মগেট এলাকায় এ আয়োজন না করে তা ঢাকার বাইরে সরিয়ে নিতে নির্দেশ দেয়।