‘‘আমি ভুল করে যে পথে গিয়েছিলাম সেটা ছিল অন্ধকার পথ। আমাকে ইসলামি জেহাদের কথা বলে উৎসাহিত করা হয়েছিল। আমি ভুল বুঝতে পেরে ফিরে এসেছি। আমি জঙ্গিবাদে বিশ্বাস করি না।”
রাজশাহী জেলার বাঘা উপজেলার দাদপুর এলাকার আব্দুল হালিম মোল্লার ছেলে সালাউদ্দিন আহমেদ সুজন আত্মসমর্পণের পর সাংবাদিকদের কাছে এভাবেই তার ভুল জীবনের কথা ব্যক্ত করেন।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া র্যাব-১২ ক্যাম্পে জঙ্গিবাদ ছেড়ে সুস্থ জীবনে ফিরে আসার জন্য আত্মসমর্পণ করেন তিনি।
সাংবাদিক সম্মেলনে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিব বলেন, “সালাউদ্দিন দশম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। ২০১৫ সালে কুষ্টিয়ার খাজানগর এলাকায় তার শ্বশুরবাড়িতে অবস্থানকালে রাইচ মিলে ম্যানেজারের চাকরি শুরু করেন। এর পর এলাকার আজিজুল, সাইজুদ্দিন, সাইফুল ও জয়নালের সঙ্গে পরিচয় হওয়ার পর জঙ্গি জীবনে জড়িয়ে পড়েন।
গত ২০ মে কুষ্টিয়ায় জঙ্গি হামলার ঘটনায় সানাউর রহমান নামে এক হোমিও চিকিৎসককে কুপিয়ে খুন করা হয়। এ ঘটনার পর থেকে সালাউদ্দিন পালিয়ে ছিলেন।
র্যাব-১২ এর ডিআইজি শাহাবুদ্দিন সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
পরে আত্মসমর্পণকারী সালাউদ্দিন ওরফে সুজনকে পাঁচলাখ টাকার চেক প্রদান করা হয়।