কুয়েতের দক্ষিণাঞ্চলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একটি তেল উত্তোলনকারী কোম্পানির ১৫ শ্রমিক নিহত হয়েছেন।রোববারের এ ঘটনায় আরো চার জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির দমকল বিভাগের মুখপাত্র কর্নেল খলিল আমির, খবর আরব নিউজের।
আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে মাথায় আঘাত পাওয়া এক ভারতীয় নাগরিকের অবস্থা সঙ্কটজনক।
নিহত শ্রমিকরা বুরগান ড্রিলিং কোম্পানির কর্মী ছিলেন বলে জানিয়েছেন আমির।
রাষ্ট্রীয় মালিকানাধীন কুয়েত অয়েল কোম্পানির (কেওসি) মোহাম্মদ আল বাসরি জানিয়েছেন, নিহতদের মধ্যে সাত জন ভারতীয়, পাঁচ জন মিশরীয় ও তিন জন পাকিস্তানি।
কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সংঘর্ষে পড়া বাস দুটির কিছু অংশ কেটে আহতদের উদ্ধার করা হয়।