কৃত্রিম ভাবে চালের সংকট তৈরি করা হয়েছে। দেশে চালের সংকট নেই। একথা বলেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টার খাদ্য মন্ত্রণালয় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। দেশের সব চালের মিল মালিক অ্যাসোসিয়েশন, আমদানিকারকদের অ্যাসোসিয়েশন, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছে তিন মন্ত্রণালয়। বৈঠকে চাল ব্যবসায়ীদের কাছে সংকটের মূল কারণ জানতে চাওয়া হয়। যদি চাল সংকটের জন্য কারও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়।