আসন্ন ঈদুল আজহাতে কোরবানির চামড়ার দাম নির্ধারণে আজ বৈঠকে বসছে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও চামড়া ব্যবসায়ীরা। রবিবার বেলা সাড়ে ১২টায় বাণিজ্যমন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
জানা গেছে, বিগত বছরগুলোর মতো এবারও পশুর চামড়া কম দামে কেনার পায়তারা করছেন ব্যবসায়ীরা। চামড়া শিল্পকে হাজারিবাগ থেকে সাভারে স্থানান্তর করার অজুহাত দিয়ে এই পায়তারা করছে বলে জানা গেছে। বিষয়টি আচ করতে পেরে বাণিজ্য মন্ত্রণালয় আজ এ বৈঠক ডেকেছে। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি এবং বাণিজ্যিক ব্যাংকগুলো শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
ব্যবসায়ীদের দাবি ট্যানারি স্থানান্তর করার পর চামড়া খাত সংশ্লিষ্ট অন্য খাত গুলোও সাভারে নেওয়া হয় কিন্তু কাঁচা চামড়া সংগ্রহকারী ব্যবসায়ীরা সাভারে কোনও প্লট পাননি। ফলে সংগ্রহ করা কাঁচা চামড়া নিয়ে বিপাকে পড়তে হবে ব্যবসায়ীদের। এ বিষয়গুলো আজকের বৈঠকে আলোচনা করা হবে বলে জানা গেছে।