খাদ্য ঘাটতি মোকাবেলায় আমদানি করে মজুত বাড়ানো হচ্ছে। এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৬ জুলাই) সকালে ওসমানি স্মৃতি মিলানায়তনে কৃষি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে তিনি ৬৪ জনকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান করেন। এসময় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, কৃষি উৎপাদন বাড়নোর পাশাপাশি বহুমুখী প্রচারে জোর দিতে হবে। তিনি কৃষকদের জৈব সার ব্যবহারে উদ্বুদ্ধ করার আহ্বান জানান । তিনি বলেন, মাঠপর্যায়ে কৃষকদের সক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন আর খাদ্যের জন্য হাহাকার করে না। যারা এক বেলা খেতে পারতো না আল্লাহর রহমতে এখন তারা দুবেলা-তিনবেলাও খেতে পারে। এমন সময় ছিল একজন দিনমজুর সারাদিন পরিশ্রম করে এক বেলা খাবার কিনতে পারতেন না। আর এখন তারা প্রায় ১০-১২ কেজি চাল কিনতে পারেন। সেই পরিমাণ তাদের আয় বৃদ্ধি পেয়েছে।