রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
খালেদা জিয়ার জন্মদিন: কোনো কর্মসূচি নেই বিএনপির
প্রকাশ: ১১:১৩ am ১৫-০৮-২০১৭ হালনাগাদ: ১১:১৪ am ১৫-০৮-২০১৭
 
 
 


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭২তম জন্মবার্ষিকী আজ।চিকিত্সার জন্য লন্ডনে থাকায় এবার খালেদা জিয়ার জন্মদিন উদযাপনের জন্য দলের কোনো কর্মসূচি রাখেনি বিএনপি। অঙ্গ সংগঠনগুলো দেশব্যাপী দোয়া মাহফিল ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে। তবে জানা গেছে, লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পারিবারিকভাবেই তার জন্মদিন পালন করবেন। ১৯৪৫ সালের এই দিনে ভারতের জলপাইগুঁড়িতে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। চিকিত্সা ও পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে সময় কাটাতে গত ১৫ জুলাই তিনি লন্ডনে গেছেন। বিএনপি চেয়ারপারসনের জন্মদিনের কোনো কর্মসূচি আছে কি না জানতে চাইলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সকালের খবরকে বলেন, চিকিত্সার জন্য চেয়ারপারসন লন্ডনে অবস্থান করছেন। এজন্য বিএনপির কোনো কর্মসূচি নেই। তবে দলের অঙ্গ সংগঠনগুলো তার আশু সুস্থতা কামনায় আজ দেশের বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল করতে পারে। এদিকে গতকাল যুবদলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে যুবদলের পক্ষ থেকে দেশব্যাপী দোয়া মাহফিল ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশের সব জেলা, মহানগর, থানা ও পৌর শাখায় যুবদল কর্তৃক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই কর্মসূচি গ্রহণ করেছে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।   খালেদার বাবা এস্কান্দার মজুমদার ও মায়ের নাম তৈয়বা মজুমদার। সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে ১৯৬০ সালে খালেদার বিয়ে হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT