খুনের হুমকির খবর প্রকাশ্যে আসার পরই বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগমের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোনু নিগামকে খুনের হুমকি দেওয়ার বিষয়টি নিয়ে ভারতের মহারাষ্ট্রের গোয়েন্দা দফতরের তরফে মুম্বাই পুলিসকে সতর্ক করা হয়েছে। সেই অনুযায়ী বাড়ানো হয়েছে সোনুর নিরাপত্তা। তবে এ বিষয়ে পুলিশের তরফে কোনওরকম মন্তব্য করা হয়নি। যে কোনও অনুষ্ঠানে সোনুর উপর হামলা হতে পারে গোয়েন্দাদের তরফে মুম্বাই পুলিশকে সতর্ক করা হয়েছে। পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী যে কোনও সময় সোনু নিগামের উপর হামলা চালাতে পারে। সোনুর পাশাপাশি মহারাষ্ট্রের দুই বিজেপি নেতার উপরও হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। যদিও এ বিষয়ে সোনু নিগাম কোনও মন্তব্য করেননি।