খুলনায় আওয়ামী লীগ নেতা জেড এ মাহমুদ ডনকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে শিপ্রা নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে খুলনা মহানগরীর দোলখোলা মোড়ে এ ঘটনা ঘটে। শিপ্রা শিল্পব্যাংক খুলনা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার চিত্তরঞ্জন কুণ্ডুর স্ত্রী।
অল্পের জন্য রক্ষা পেয়েছেলন খুলনা মহানগরীর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং খুলনা সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর জেড এ মাহমুদ ডন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগ নেতা ডন দোলখোলা মোড়ে দাঁড়িয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পথচারী শিপ্রা কুণ্ডুর বুকে লাগে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা জেনারেল হাসপাতাল এবং পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
জেড এ মাহমুদ ডন বলেন, ‘সামসুর রহমান মানিক ওয়েল ফেয়ার সেন্টারে সামনে দাঁড়িয়ে পরিচিত এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলাম। এ সময় মৌলভীপাড়ার দিক থেকে আসা দুটি মোটরসাইকেলে মুখোশধারীরা আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কিন্তু গুলি আমার গায়ে না লেগে পথচারী এক নারীর গায়ে লাগে। পরে সন্ত্রাসীরা ফাঁকা গুলি করতে করতে শীতলাবাড়ির মন্দিরের দিক দিয়ে চলে যায়।’
কারা গুলি করেছে জানতে চাইলে ডন বলেন, ‘এলাকার চিহ্নিত মাদক ও অস্ত্রব্যবসায়ীরা এ কাজ করেছে। মুখোশ পরা থাকায় কাউকে চিনতে পারিনি।’
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সন্ত্রাসীদের আটক করার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে পিস্তলের দুটি গুলির খোসা ও রক্তমাখা পলিথিনসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে।