মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ ১৯শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
খুলনায় সপ্তম শ্রেণির এক ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
প্রকাশ: ০৯:৩৭ am ২১-০১-২০১৮ হালনাগাদ: ১২:৩৭ pm ২১-০১-২০১৮
 
 
 


খুলনায় ফাওমিদ তানভীর রাজিন (১২) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে খুলনা পাবলিক কলেজের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।  খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মোশাররফ হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্র হতে জানা যায়, গত (শুক্রবার) থেকে এই শিক্ষাপ্রতিষ্ঠানের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান চলছিল। শনিবার অনুষ্ঠানের শেষ দিনে উপস্থিত কয়েকজনের সঙ্গে রাজিনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত ছাত্রের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জড়িতদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT