মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ ১৯শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
শৈলকুপায় স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
প্রকাশ: ১১:৫৭ am ১১-১২-২০১৭ হালনাগাদ: ১২:০২ pm ১১-১২-২০১৭
 
 
 


জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপায় মরহুম আফসার উদ্দীন মোল্লা ও মরহুমা রাহেলা বেগম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার বগুড়া ইউনিয়নের ২৭ শহীদের গণকবরের পাশে কামান্না মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় মাগুরা জেলার হাজীপুর ইউনিয়নের বিএম প্রগতি সংঘ ও ঝিনাইদহ একাদশ অংশগ্রহণ করেন। বিএম প্রগতি সংঘ ০-৪ গোলে ঝিনাইদহ একাদশকে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও শৈলকুপা আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও মির্জাপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চেন্সেলরের পিএস-১ আমিনুল ইসলাম পলাশ, সমাজসেবক কামাল হোসেন মোল্লা, কালান্তর গ্রুপের চেয়ারম্যান শরিফ তালুকদার, শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমূল, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, বগুড়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, ফুলহরি ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব শিকদার ওয়াহিদুজ্জামান ইকু, উপজেলা ছাত্রলীগের সভাপতি দিনার বিশ্বাস, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাজিব বাহাদুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।


উক্ত খেলা উপভোগ করতে মাগুরা ও ঝিনাইদহ জেলাসহ আশপাশ এলাকা  থেকে প্রায় ১০ সহশ্রাধিক মানুষের উপচে পড়া ভিড় জমে। পুরস্কার বিতরণ শেষে দেশের খ্যাতিনামা শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT