রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
খোকনের ছবির মহরতে অতিথি হিসেবে থাকবেন ডিপজল
প্রকাশ: ১১:০৪ am ১৬-১১-২০১৭ হালনাগাদ: ১১:০৬ am ১৬-১১-২০১৭
 
 
 


গত ১২ তারিখ থেকে শুরু হয়েছে চলচ্চিত্র ‘ভালোবাসি কতো বোঝাবো কেমনে’। এই ছবির মহরতে অতিথি হিসেবে থাকবেন মনোয়ার হোসেন ডিপজল। ছবিটি পরিচালনা করছেন এ কিউ খোকন। সাভারে অবস্থিত ডিপজলের নিজস্ব অমি বনি স্টুডিওতে ছবির শুটিং শুরু হবে। ছবিটি প্রযোজনা করছে গোল্ডেন ফিল্মস।

পরিচালক খোকন বলেন, ‘আমরা ১২ তারিখ থেকে ছবির শুটিং শুরু করেছি। টানা ২৪ তারিখ পর্যন্ত শুটিং করব। আগামীকাল বিকেল ৫টায় সবাইকে নিয়ে ছবির মহরত করব। এই ছবি নির্মাণ করছি গোল্ডেন ফিল্মসের প্রযোজনায়, বিকেলের মহরতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান কে এম মনিরুজ্জামান সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি হিসেবে থাকবেন কুয়েতের রাষ্ট্রদূত আদিল হাসান, বিশেষ অতিথি হিসেবে থাকবেন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।’

ছবিতে কারা অভিনয় করছেন জানতে চাইলে খোকন বলেন, ‘এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন জয় চৌধুরী ও রোমানা নীড়। আগামীকাল মহরতের সময় সবাইকে পরিচয় করিয়ে দেব।’

ছবির গল্প নিয়ে খোকন বলেন, “ছবির নাম দিয়েছি ‘ভালোবাসি কতো বোঝাবো কেমনে’। নাম শুনেই বোঝা যায় এটি প্রেমের ছবি। তবে শুধু প্রেম নয়, আসলে রোমান্টিক অ্যাকশন গল্প নিয়ে ছবিটি নির্মাণ করছি। তাছাড়া প্রেমের কথা যদি বলি, আমার মনে হয় একটি নির্দিষ্ট বয়সে সবাই প্রেমে পড়েন, আবার সবার প্রেমের গল্পই আলাদা। গৎবাঁধা কোনো গল্প নিয়ে ছবিটি নির্মাণ করছি না। আমার এই ছবিতেও আমি এমন নতুন একটি প্রেমের গল্প উপস্থাপন করব। প্রেমের গল্পেও ভেরিয়েশন থাকতে পারে। আমি সেটিই করে দেখাব, সাথে উঠে আসবে সমাজ ও জীবনের গল্প।’

ছবিতে জয় চৌধুরী, রোমানা নীড় ছাড়াও অভিনয় করছেন শিমুল খান, টাইগার রবি, সাদেক বাচ্চু, সাংকো পাঞ্জা, খালেদা আখতার কল্পনা, রেবেকা, আনোয়ার সিরাজী, আমির সিরাজী প্রমুখ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT