বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
গুগলের বিরুদ্ধে নারী-পুরুষের বেতন বৈষম্যের মামলা
প্রকাশ: ০২:২০ pm ১৬-০৯-২০১৭ হালনাগাদ: ০২:২১ pm ১৬-০৯-২০১৭
 
 
 


নারী-পুরুষের বেতন বৈষম্যের কারণে এবার মামলার মুখে পড়লো টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে। প্রতিষ্ঠানের সাবেক তিন নারী কর্মচারী সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো আদালতে এই মামলা দায়ের করেন।

কর্মক্ষেত্রে সমান কাজ করার পরও প্রতিষ্ঠানটি পারিশ্রমিক পরিশোধের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করছে কিনা তা খতিয়ে দেখছে মার্কিন শ্রমিক বিভাগের তদন্তকারীরা। গুগলের ৭০ হাজার কর্মীর মধ্যে এক তৃতীয়াংশ নারী কর্মী হলেও তারা দিনের পর দিন বৈষম্যের শিকার হয়ে আসছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

তারা জানায়, বিশ্ববিদ্যালয়ে একই ফলাফল এবং পূর্ব অভিজ্ঞতা থাকা সত্ত্বেও নারীদের বাদ দিয়ে পুরুষদের ভালো পদে বসাচ্ছে গুগল। এমনকি একই পদে পুরুষের চাইতে কম পারিশ্রমিক দেয়ারও অভিযোগ করেছে তারা।

গুগল এ অভিযোগ অস্বীকার করে জানায়, তাদের বেতন কাঠামোয় কোন অসঙ্গতি নেই। লিঙ্গ ও সংখ্যালঘুদের নিয়োগ বাড়াতে গুগল প্রতিজ্ঞাবদ্ধ বলেও দাবি তাদের।
 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT