ঘন কুয়াশায় পদ্মা ঢেকে থাকায় শিমুলিয়া-কাওড়াকান্দি ও দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে; উভয় ঘাটে পার হওয়ার অপেক্ষায় রয়েছে প্রায় এক হাজার যানবাহন।
দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক আব্দুল্লাহ মিয়া জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে কুয়াশা বেড়ে যাওয়ায় তখন থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
ঘন কুয়াশায় পথ দেখতে না পেয়ে মাঝ নদীতে তিনটি ও দৌলতদিয়া ঘাটে ছয়টি ফেরি আটকে আছে বলে তিনি জানান।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, বুধবার রাত ৩টা থেকে শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস কুয়াশার কারণে বন্ধ রাখা হয়েছে।
ঘন কুয়াশায় পথ দেখতে না পেয়ে পাঁচটি ফেরি মাঝ নদীতে নোঙ্গর করে রয়েছে বলে তিনি জানান।
প্রতিবছর শীতের মৌসুমে প্রায়ই ঘন কুয়াশার কারণে পদ্মায় ফেরি চলাচল ব্যাহত। এ বছরও শীতের শুরু থেকেই মাঝেমধ্যেই চার-পাঁচ ঘণ্টা করে ফেরি চলাচল বন্ধ থাকছে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে।