জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা পি এ কাজল মারা গেছেন
বুধবার রাত ১২টা ২০ মিনিটে ধানমণ্ডির শিকদার মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ২২ দিন ধরে সিসিইউতে ছিলেন তিনি।
পি এ কাজলের ভাগ্নী প্রিয়াঙ্কা আচার্য এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পি এ কাজল দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। কিছু দিন আগে তিনি মাদ্রাজেও চিকিৎসা নিয়েছেন।
মৃত্যুর পর তার মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়। বৃহস্পতিবার রায়েরবাজার শ্মশানে তাকে দাহ করা হবে।
পি এ কাজল এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ছেলের ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে। আর মেয়ে অনার্সে পড়ছেন।
চলচ্চিত্রাঙ্গনে শুরুর দিকে পি এ কাজল খ্যাতনামা নির্মাতা চাষী নজরুল ইসলামের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। এরপর ‘গোধূলী’ শিরোনামের একটি চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। এ ছবিই তার ঘরে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
এর পর তিনি নির্মাণ করেন ‘সাব্বাস বাঙালি’, ‘ভণ্ড ওঝা’, ‘গণ দুশমন’, ‘ভালোবাসা আজকাল’-এর মতো জনপ্রিয় ছবি। তার নির্মিত সর্বশেষ ছায়াছবি ‘চোখের দেখা’ গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন চিত্রনায়ক সাইমন সাদিক ও অভিনেত্রী অহনা।