চিলির দক্ষিণাঞ্চলে মূষলধারে বৃষ্টির ফলে সংগঠিত ভূমিধসে কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের ভিলা সান্তা লুইসা গ্রামে শনিবার (১৬ ডিসেম্বর) ভূমিধসে বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং ১৫ জন ব্যক্তি নিখোঁজ রয়েছে। গ্রামটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় একটি স্থান। এ ঘটনার প্রেক্ষিতে চিলির প্রেসিডেন্ট মিশেল ব্যাচলেট ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট ব্যাচলেট বলেছেন, "আমি উদ্ধারকারী দলকে নির্দেশ দিয়েছি ভিলা সান্তা লুইসা গ্রামের অধিবাসীদের উদ্ধারে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করার।" রাজধানী শহর সান্তিয়াগো থেকে ১১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত গ্রামটিতে হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। মুষলধারে বৃষ্টির ফলে পার্শ্ববর্তী পাহাড় থেকে ভূমির ধসের ঢেকে গেছে পুরো গ্রাম। স্থানীয় অধিবাসীদের পার্শ্ববর্তী শহরে স্থানান্তর করা হচ্ছে। উদ্ধারকারী দল নিখোঁজদের সন্ধান করছে। সূত্র: বিবিসি