চীনের দক্ষিণাঞ্চলে শক্তিশালী টাইফুনের আঘাতে কমপক্ষে ১২ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। টাইফুন হাতোর প্রভাবে বুধবার (২৩ আগস্ট) গুয়াংডং প্রদেশের ঝুহাই শহরে প্রচণ্ড ঝড়ো বাতাসসহ ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। হংকং কর্তৃপক্ষ ১০ নম্বর টাইফুন সতর্কতা জারি করেছে। এটি সতর্কতার সর্বোচ্চ পর্যায়। ম্যাকাউয়ে সর্বোচ্চ দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নেওয়া হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, মূল ভূখন্ড থেকে ২৭ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। সূত্র: বিবিসি