চীনা কর্তৃপক্ষ সোমবার জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ ১২ নাবিক উদ্ধারে অনুসন্ধান চালাচ্ছে। দেশটির গুয়াংডং প্রদেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলের অদূরে মুখোমুখি সংঘর্ষের ফলে ওই জাহাজ দুটি ডুবে যায়। রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে। গুয়াংঝু উপকূলীয় অনুসন্ধান ও উদ্ধার কেন্দ্র জানায়, দু’টি জাহাজই মাল বোঝাই ছিল। দু’জাহাজের দু’জন ক্রু ও ১১ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। পিয়ার্ল নদী মোহনায় সোমবার স্থানীয় সময় ৩ টায় দুর্ঘটনাটি ঘটে। নিকটবর্তী ৩০ টি উদ্ধার জাহাজ, একটি হেলিকপ্টার ও আরো কয়েকটি জাহাজ উদ্ধারে তৎপর রয়েছে। এএফপি।