কিশোরগঞ্জের ভৈরব পৌর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. আরিফুর রহমান (২০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। এ সময় ডালিম নামে এক পরিবহন শ্রমিক আহত হয়েছেন। ১ অক্টোবর রোববার রাত ৮টার দিকে ভৈরব পাওয়ার হাউজ এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব খান। নিহত পুলিশ কনস্টেবল আরিফুর রহমান ময়মনসিংহ নগরীর খাগডহর এলাকার মৃত ফজলুল করিমের ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা পুলিশে এসএএফ সদস্য হিসেবে কর্মরত ছিলেন। মাত্র সাত মাস আগে তিনি পুলিশের চাকরিতে যোগ দেন বলে জেলা পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। পুলিশ জানায়, রাত ৮টার দিকে ভৈরবের পাওয়ার হাউজ এলাকায় এক পথচারী ছিনতাইকারীর কবলে পড়েন। খবর পেয়ে পুলিশ কনস্টেবল আরিফুর রহমান ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে ছিনতাইকারী চক্রের সদস্যরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফুরকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুল ইসলাম ও ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুখলেছুর রহমান হাসপাতালে ছুটে যান।