আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত জঙ্গি নুরুল ইসলাম মারজান ও তার সহযোগী সাদ্দামের লাশ আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গ থেকে কাউন্টার টেরোরিজম ইউনিটের ইন্সপেক্টর আবদুল্লাহ আল নজরুল আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে লাশ হস্তান্তর করেন।
আবদুল্লাহ আল নজরুল বলেন, জঙ্গি মারজান ও সাদ্দামের লাশ এতোদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ছিল। লাশ তাদের স্বজনরা গ্রহণ না করায় আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে জুরাইন কবরস্থানে দাফন করা হবে।
প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে কাউন্টার টেররিজম ইউনিটের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলশান হামলার অন্যতম হোতা নব্য জেএমবির নেতা নুরুল ইসলাম মারজান ও তার সহযোগী উত্তরবঙ্গের জঙ্গি নেতা সাদ্দাম নিহত হন। পরদিন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়।