জেলা পরিষদ নির্বাচনে ভোট দিলেন সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা।
বুধবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত তিন পার্বত্য জেলা ছাড়া ৬১ জেলায় এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
জেলা ও উপজেলায় স্থাপিত ভোটকেন্দ্রে ভোট দেন ভোটাররা।
ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোটগণনার কাজ।
নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে মামলা সংক্রান্ত জটিলতায় বেশ কিছু কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
২০১১ সালের ১৫ ডিসেম্বর ৬১ জেলায় প্রশাসক নিয়োগ দেয় সরকার। তাদের মেয়াদপূর্তিতে এবারই প্রথম জেলা পরিষদে নির্বাচন হচ্ছে।
জেলায় অন্তর্ভুক্ত সিটি করপোরেশন (যদি থাকে), উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।
ইতোমধ্যে ২২টি জেলায় একক প্রার্থী থাকায় চেয়ারম্যান পদে ২২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদে ৪১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
এছাড়া সাধারণ সদস্য পদে দুই হাজার ৯৮৫ জন ও সংরক্ষিত সদস্য পদে ৮০৫ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। সাধারণ সদস্য ১৩৯ ও সংরক্ষিত সদস্য পদে ৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এ হিসেবে স্থানীয় সরকারের চারটি প্রতিষ্ঠানের প্রায় ৬৭ হাজার নির্বাচিত প্রতিনিধি এ নির্বাচনে ভোটার। এর মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন ইউনিয়ন পরিষদে। দেশের প্রায় চার হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদে গড়ে ১৩ জন করে প্রায় ৬০ হাজারের মতো নির্বাচিত প্রতিনিধি রয়েছেন।
একইভাবে ৪৮৮টি উপজেলা পরিষদে নির্বাচিত প্রতিনিধি রয়েছেন প্রায় দেড় হাজার। ৩২০টি পৌরসভায় নির্বাচিত প্রতিনিধি রয়েছেন সাড়ে পাঁচ হাজার এবং ১১টি সিটি করপোরেশনে প্রায় সাড়ে পাঁচশ নির্বাচিত প্রতিনিধি রয়েছেন।