মোঃ জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহে শুরু হয়েছে ৪ দিন ব্যাপী ভ্রাম্যমাণ বই মেলা। বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে সোমবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। শুরুতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় চিত্রাংকন প্রতিযোগীতা। পরে শহীদ মিনার বেদীতে আলোচনা সভার আয়োজন করা হয়। সরকারি কেসি কলেজের অধ্যক্ষ ড. বি এম রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, সরকারি ভেটেরিনারী কলেজের অধ্যক্ষ ডা: আবদুল হাই, জেলা শিক্ষা অফিসার মোকছেদুল ইসলাম, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রধান পর্যবেক্ষক উজ্জল হোসেন, আইনজীবি এ কে এম মনোয়ারুল হক লাল। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ আলমগীর হোসেন। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোকিত মানুষ গড়া আর বই বিমুখ মানুষকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। ৪ দিন ব্যাপী এই বই মেলায় নামী-দামি লেখদের প্রায় ১০ হাজার বই প্রদর্শনী করা হবে। আগামী ২৬ অক্টোবর শেষ হবে এই বই মেলা।