যুক্তরাষ্ট্রের টেক্সাসে শক্তিশালী ঘূর্ণিঝড় হার্ভে' আঘাত হেনেছে। গত ১২ বছরে সম্ভবত এত বড় ধরনের ঘূর্ণিঝড় দেখেনি যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৫ আগস্ট) ঘূর্ণিঝড় 'হার্ভে'র ভয়াবহতা আরো বেড়েছে। এর প্রভাবে টেক্সাসের উপকূলীয় এলাকায় প্রতি ঘণ্টায় ১৩০ মাইল বেগে ঝড়ো হাওয়া বইছে। মার্কিন আবহাওয়া দফতর থেকে বলা হয়েছে, টেক্সাসে ৯৭ সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সমুদ্রে পানির স্তরও অনেকটাই বাড়বে বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেক্সাস অঙ্গরাজ্যে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছেন। এর ফলে সেখানে ক্ষয়ক্ষতির সম্মুখীন জনগণ সরকারি সহায়তা পাবেন। টেক্সাসের বিভিন্ন স্থানে বন্যা দেখা দিতে পারে সতর্ক করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর গ্রেগ অ্যাবট। হোয়াইট হাউজ ইতিমধ্যেই এ দুর্যোগ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক সেরে ফেলেছে। জাতীয় দুর্যোগ মোকাবেলা দফতরকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। সাধারণ মানুষজনকে টেক্সাসের উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে ফেলা হয়েছে। স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি দফতরগুলিতেও সতর্কতা জারি করা হয়েছে। প্রয়োজনে দেশের সেনাবহিনীকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প এ সপ্তাহেই ঘটনাস্থল পরিদর্শনে যাবেন। সূত্র: বিবিসি