রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ট্যানারির বর্জ্য দিয়ে মাছ-মুরগির খাদ্য তৈরি বন্ধের আদেশ বহাল
প্রকাশ: ০৪:১১ pm ০৭-১২-২০১৬ হালনাগাদ: ০৪:২৯ pm ০৭-১২-২০১৬
 
 
 


মুরগি ও মাছের খাবার তৈরিতে ট্যানারি বর্জ্য ব্যবহার বন্ধে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ বুধবার (০৭ডিসেম্বর) এ রায় দেন। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন মনজিল মোরসেদ। 

২০১০ সালের ২৬ জুলাই জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ এ বিষয়ে একটি রিট মামলা দায়ের করেছিলেন।

আবেদনে বলা হয়, ট্যানারি বর্জ্য ব্যবহার করে তৈরি করা খাদ্য মুরগি ও মাছ উভয়ের জন্যই অস্বাস্থ্যকর। এসব অস্বাস্থ্যকর খাদ্য দিয়ে চাষ করা মুরগি ও মাছ খেলে মানুষেরও মারাত্মক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।

এরপর ২০১১ সালের ২১ জুলাই বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এক মাসের মধ্যে বর্জ্য থেকে মাছ-মুরগির খাবার তৈরির কারখানা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

এর বিরুদ্ধে লিভ টু আপিল করেন এরকম একটি কারখানা শোয়েব এন্টারপ্রাইজের মালিক গোলাম সারোয়ার। বুধবার তার আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT